শুনছো?

শুনছো? চারপাশ থমকে আছে।
আর্ট ক্যাফে নিয়ে শুরু করে তোমার নিঃশ্বাসের উষ্ণতা,
সব থমকে আছে।
পল্লী থেমে আছে, শহরের শাস্ত্রও থেমে আছে।
কালো থেমে আছে, লাল থেমে আছে।
আমার আদর থেমে আছে, তোমার ক্রোধ থেমে আছে।
আজ, এতদিন পর, আরেক দফা বুকের ওপর আছড়ে পড়তে ইচ্ছে হচ্ছে,কিন্তু..
কিন্তু তুমি-আমিও তো থেমেই আছি।
তোমার মুখ চাপা হাসি থেমে আছে, আমার মুগ্ধ চোখ দু'টোও থেমে আছে।
সমুদ্র থেকে পাহাড় থেমে আছে।
বাতাসে মৃত্যুর কী এক তীব্র ঘ্রাণ..
বেঁচে থাকাও থেমে আছে যে!

আমাদের বসন্ত থমকে গেছে, শুনছো?
তোমার পাঞ্জাবীর ফিরোজা সুতোর সাথে সাথে আমার খোঁপার কমলা গাঁদাও থমকে আছে।
রাত-বিরেতে তোমার কন্ঠস্বর শোনার আকুল আকুতিও আমার পাজরের আর্তচিৎকারে থমকে গেছে।
কয়লা পোড়ানো ফুসফুসের আর্তনাদ থেমে গেছে।
তোমায় নিয়ে আমার লেখা শব্দগুলোও কেমন থেমে আছে।
ফুলার রোড থেমে আছে, উনিশের এ থেমে আছে।
সোডিয়াম থেমে আছে, পনিরের চা থেমে আছে।
মার্লবোরো আর প্লাটিনামের কাটাকুটি থেমে আছে।
বসুন্ধরা থেকে পানাম থেমে আছে,
যাত্রায় কিছুটা সময়ের বিরতি থেমে আছে, শুনছো?!

ঠিক যেমন তোমার আঙুল আর আমার ঠোঁটের স্পর্শ থমকে গেছে অমন আচমকা!
দেখেছো, গোটা পৃথিবী থমকে গেছে?
Send private message to author
Share:FacebookX
Avatar photo
Written by
K. Afra Nawar Habib
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ishmam Nur
Member
4 years ago

A nice read.

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!