তোমার সাথে অনেক পথ হেঁটেছি
অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা একসাথে,
এ পথে ছিলো উজ্জ্বল সূর্যালোক
যে আলো আমাদের পথ চলা করেছে সহজ।
পথের চারপাশে ছিলো সবুজের সমারোহ,
আকাশ ছিলো গাঢ় নীল,
চারপাশ ছিলো পাখিদের কলতানে মুখরিত,
আর সে পথে হাতে হাত রেখে চলেছি আমরা।
চলার এ পথ সহজ ছিলো না
মাঝেই মাঝেই পাড়ি দিতে হতো বন্ধুর পথ
মাঝে মাঝেই আকাশে জমতো কালো মেঘ
আবার কখনোবা স্তিমিত হতো পাখিদের কলতান।
তবে,
হাত ছাড়িনি আমরা কভু
হাতে হাত রেখেই পার করেছি এ বাধা।
কিন্তু, এখন যে চারপাশ আঁধারে ঢেকে গেছে!!
আমি যে কিছুই দেখতে পাচ্ছি না!!
চারপাশে নিকষ কালো আঁধার,
আকাশের সূর্যটা আর খুঁজে পাচ্ছি না।
কোথায় গেলো সে সূর্য!!
তবে কি আকাশে ঘন কালো মেঘ?
যা ভেদ করে সূর্যের আলো আসছে না?
নাকি সূর্য এবার আসলেই অস্ত গিয়েছে?
জানি না, আমি কিচ্ছু জানি না
কিছুই বুঝতে পারছি না,
এ আঁধারে কখন যেন তোমার হাতটা হারিয়ে ফেলেছি
আর খুঁজে পাচ্ছি না।
যদি আকাশে মেঘ থাকে
তবে তো একসময় মেঘ কেটে সূর্য উঠবে,
কিন্তু যদি সূর্য অস্ত গিয়ে থাকে
তবে “শুভরাত্রি প্রিয়তমা”।
~~~~~ মুহম্মদ সাদিক (Muhammad Sadik)
Send private message to author






