আপনি হয়ত জানেন না,আপনার কোন কথায় বা ব্যবহারে কারো পুরো দিন পালটে যেতে পারে…
এইমাত্র যার স্টোরিতে “তোকে বেশ লাগছে”..বলে রিপ্লাই দিলেন..আপনি হয়ত জানবেনই না সে ওপার থেকে খিলখিল করে হেসে উঠেছে…ফর এ মোমেন্ট,আপনি তার মুহুর্তটুকু সুন্দর করে দিয়েছেন…
আপনার খুব কাছের বন্ধুর কাছে আপনার হেল্প চাওয়ার আগেই সে করে দিচ্ছে,তার মানে এই নয় এটা তার দায়িত্ব…সেও ন্যুনতম গ্রেটফুলনেসের মুচকি হাসি প্রাপ্য… হুম,আন্তরিকতা কথা বলে..বহু মানুষকে আমরা বন্ধু ট্যাগ দিই তাই বলে তাকে প্রচন্ড দরকারেও পাবেন বলে আশা করবেন না…এতে আপনার কোন দোষ নেই..আপনি শুধু সময়টুকু মনে রাখবেন..
আপনার কাছে আশা করে যে আশাহত হয়েছে, তার দিনটুকুন নষ্ট করার জন্যেও আপনি সাময়িকভাবে দায়ী…
আপনাকে বুঝে নিতে হবে যেই মানুষটা আপনাকে ভালবেসে দিনের শেষ সময়টুকুন নিয়ে অপার হয়ে বসে আছে এটা তার দায়িত্ব নয়…সে ভালবাসে বলেই করছে..অবহেলায় সে যেদিন মুখ ফিরিয়ে নিবে সেদিন আর সে বসে থাকবে না…
আমরা নিতান্ত অনিচ্ছায় মানুষের সুখের কারণ হয়ে গেলেও ইচ্ছাকৃতভাবেই দুঃখের কারণ হয়ে দাড়াই…
আমরা আসলেই জানিনা…যে তুমুল আগ্রহ করে কথার ফুলঝুরি ছাড়ছে আপনার সাথে তার প্রতি দেয়া আপনার একটা বাজে ইংগিতে সে ইন্সট্যান্ট ভুলে যাবে আপনি কে?…তার সময়টুকুর অস্বস্তির কারণ কিন্তু আপ্নিই..
আমরা দোষ নিতে চাইনা…আমাদের একাউন্টেবিলিটি নাই..
আমরা মানুষের তুমুল আন্তরিকতাকে মুহুর্তেই নিজের দরকারের ব্যবহারের বস্তু বানিয়ে ফেলি না ভেবেই…
লোকে বলে সময় সব ঠিক করে দেয়…না ভাই,কিচ্ছু ঠিক করে দেয়না..শুধু সেই মানুষটা আর আগের মতন করে থাকবে না..পাবেন না তার নিষ্পাপ ভংগি..
সময়ে শুধুই ধুলো জমে..ধূলো মুছলেই সব আগের মতন…কিচ্ছু ভুলে যায় না..
আপনার দেয়া কম্পলিমেন্টেও যেমন করে বছর দুয়েক বাদে হাসব ঠিক তেমনি বাজে ব্যবহারেও…
আসলেই বুঝিনা কেনইবা প্রয়োজনের প্রিয়জন হয়ে উঠি??? …
-“Rhea amin”







