কবিতা’দের মৃত্যু হয়েছে,স্পষ্ট শব্দগুলো হারিয়ে গেছে;
গতিমান ধারায় কবির ভাষা টুকরো শব্দে আটকে আছে।
রংধনু সকাল, রুদ্রতাপ দুপুর, গ্লানিমুগ্ধ বিকেল তুমি তুমি শব্দের মাঝে বাধা পরে থমকে গেছে আমার কবিতার লাইন।
রাত বিরাতে কবিতার আত্মারা জেগে ওঠে,
ঘুরে বেড়ায় ছায়া নিশীথ নির্জন অঞ্চলে।
অজস্র শব্দ বর্ণ ঘর্ষণে উন্মাদ শব্দ শৈলী তোমার নামে বিলীন হয়।
অপঘাতে কবিতাদের মৃত্য ঘটেছে,শতাব্দী শেষে মৃত্যু ভয়ে কবিতার শেষ লাইনে তুমি শব্দটা উধাও হয়ে গেছে।
তোমার অস্পষ্ট ভাষার চাহুনি,
এক পূর্ণ জীবন ক্ষয়ে যাওয়া বৃদ্ধ প্রহর গুনে কবিতা সাজায় তুমি নামের সাদা কালো ছবি দেখে।
হাজার বছর আগের অতৃপ্ত আত্মা প্রতি রাতে জাগ্রত হয় তোমার আত্মাকে আপন করে নেবার জন্যে।
তুমি কি আত্মাদের গন্ধ পাও? আঁধারে ওদের ছায়া খুঁজে পাও?’তুমি’ শব্দটা বড় অদ্ভুত।
কবিতারা আর জাগবে’না, প্রতি লাইনে তোমার ছুরিকাঘাতে রক্ত নদী বয়ে গেছে।
অপঘাতে মৃত্যু ঘটেছে, জমাট বদ্ধ রক্ত তৃষ্ণার্ত সাগরে বিলিন হয়েছে।
রুদ্রজ্জ্বল আকাশে মেঘের ঘরে শেষ কবে তুমি ঘটিত শব্দে নিঃশ্বাস উৎপত্তি হয়েছিলো, শূন্যতা ভেঙে! টের পাওনি!
পরম আদরে তোমার বাহুডোরে মৃত্যু ঘটেছে কবিতা’দের।
– Ahasan Habib
Send private message to author





