যখনই ভাবি মায়ের কথা
নতুন করে ভাববো না,
এখন থেকে গুছিয়ে নিবো
জীবনটা কে।
দোয়েল,ফিঙে ,চড়ুই কিংবা
কোন এক মা পাখির বেশে,
কাজের ফাকে ,বারান্দাতে
আম্মা চলে আসে !!!
বাবুর কথা বাদই দিলাম,
অনেক হলো চোখ ফুলিয়ে,
মনের ঘরে তালা দিয়ে,
কষ্ট গুলো উড়িয়ে দিব,
থাকবো শুধু শান্তি নিয়ে।
ওমা, অবাক হয়ে তাকিয়ে দেখি,
কেমন জানি সবুজ ছায়া!
অর্ধশত কাঠগোলাপের
পাতায় পাতায় ভাইয়ের মায়া!!!
অরিনটাকে তুলে রেখেছি,
মনের গহীন আলমারিতে,
অরিন তবু ডাক দিয়ে যায়,
শাপলা সেজে পুকুরটা তে।
কম চেষ্টা করছিনা তো,
অতীত স্মৃতি ভুলে যেতে!
রঙিন মাছের আনাগোনায়,
আম্মা,বাবু ,অরিন থাকে।
তোমাদের সব নীতি কথা,
কম বেশী আমিও জানি।
আমার কেবল ইচ্ছে করে,
অতীতটা কে ছিনিয়ে আনি।
আমার খোদা জানেন জানি,
তার খুশিতে আমিও খুশি।
তারপরও কেন মনের কোণে,
সারাক্ষনই অতীত পুষি।
– Munmun Ahmed
Send private message to author






