অনিশ্চয়তা মাথায় নিয়ে
যাচ্ছি দু:খ মেলায়,
অনেক দু:খ জমে গেছে
রেখে হেলায় ফেলায় ।
ভাবছি সব আজ বেচেই দিব,
কি লাভ জমিয়ে রেখে !
ওই টাকাতেই কিনব ডজন
স্বপ্ন আবেগ মেখে ।
গিয়ে দেখি অনেক মানুষ
চেনা জানা যত,
আসছে নিয়ে দু:খের বোঝা
মাথা করে নত ।
যাদের আমি হাসতে দেখি
ভাবি,নেই বুঝি কোন দু:খ!
কেউ বা দারুন মিষ্ট ভাষী
কেউ বা ভীষন রুক্ষ ।
নানা রঙের ছোট বড়
নিয়ে দু:খের ঝুড়ি,
বসে আছে কিশোর যুবক ,
হাজার হাজার নারী ।
কারও বুকে গভীর ক্ষত,
রক্ত জমাট বাঁধা ,
কারও আঘাত শুকিয়ে গেছে,
মুখটা সাদাসিধা।
কারও বয়স উনিশ -কুড়ি
কেউবা কুঁজো একটু বুড়ি
দু:খের মেলায় আসছে সবাই
বেচবে বলে দু:খ।
নিজের মুখেই করছে সুনাম,
কোন টা দারুন আর কত দাম,
কোনটা খানিক সুক্ষ!
আমি ভাবি কি করি আজ,
কার কাছে যাই বেচতে !
সবার মাথায় দু:খের ঝুড়ি,
এসেছে ক্রেতা খুঁজতে ।
ওমা ফেলে দিবো !
তা কেন ! অনেক দিনের ক্ষত !
এর সাথে যে চাওয়া পাওয়ার
হিসেব আছে যত ।
তারচেয়ে বরং সাথেই রাখি,
বুকের পাঁজর খুলে,
তুমি চাইলেই বিছিয়ে দিব
খানিক নিও তুলে ।
ভাবছো দিব বিনা মূল্যে ?
তা কি করে হয় !
তোমার মনের স্পর্শ দিও,
যদি থাকো নি:ভয়।
তারপরও তুমি ভেবে দেখো,
করব না আর জোড়,
রাত যতই দীর্ঘ ভাবো,
ঠিকই আসে ভোর ।
.
– Munmun Ahmed (১৫-০৯-১৭)








আমি ভাবি কি করি আজ,
কার কাছে যাই বেচতে !
সবার মাথায় দু:খের ঝুড়ি,
এসেছে ক্রেতা খুঁজতে ।
These words are so relatable. তবে আসলেই কি রাতের পর ভোর আসে কিনা তা ঠিক জানা নেই।
Excellent…… I am speech less dear.