এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও আমি ভালোবাসি।
ভাঙা নিয়নের মত জানালার কার্ণিশ থেকে খসে যাচ্ছে ব্যক্তিগত রাত।
ভোররাত চিড়ে গেছে ঝড়ের বাতাসে,
চোখের উঠোনধুলো চুপচাপ ভিজে গেছে বৃষ্টির জলে।
ছোঁবো বলে আঙুল বাড়িয়ে দিয়ে শূন্যতা এঁকে রাখি বুক খোলা ভোরে।
কাক ডাকছে;
রাত বাকি নেই; এখনই নেমে আসবে শহুরে কারফিউ।
প্রেমিকার বুকের স্রোত পথ ভুলে ভিজিয়েছে অন্যের আঙুল।
কাঠগোলাপের বুকের খাঁজে এখনও আটকে আছে কালবৈশাখীর ঝাঁঝ।
শহুরে বাতাস জুড়ে আহাজারি;
বুকের ত্রেপল চিড়ে ঢুকে গেছে দগদগে ক্ষত।
প্রেম- জল হয়ে রোজ রাতে নেমে আসে।
ভিজে যাই;
ভেসে যায় চোখের পাপোশ।
ভালোবাসি- তাই ঝড়ের চোখ রাঙানি ভাঁজ করে বুকে রাখতে শিখেছি।
প্রেম এবং মৃত্যু অমোঘ সত্য; তাই
এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও আমি ভালোবাসি।
আমাকেও ভালোবাসি।
প্রসেনজিৎ রায়
সোম-৫-৪-২১








অসাধারণ! 👌