দুই টুকরো আকাশে কালো দুটি সূর্য
ভাসে তার নীলিমায় আরব্য রজনী,
ওডিসি মহাকাব্যের মহান মাধুর্য
এনেছিলো প্রতিভার এ দুটি চাহুনি,
নির্জন সন্ধ্যার শান্তি ও দুটি নয়ন
পৃথিবীকে ভালোবেসে ফেলছে পলক,
গোধুলির ঘ্রান মাখা আঁধার বন্ধন
খসায় মৃদু আদরে চোখের আলোক।
অভিযান শেষ করে আমি নতজানু
এখন রক্তের ক্লান্তি শান্তি চায় শুধু
আমার ঘুমের মধ্যে তোমার রংধনু
দেখালো কেন আবার অমৃতের সিন্ধু?
ডাকছে আবার তাই নীল অভিযান
তোমার নয়নে রাখা সব অভিমান।
Rajibur Rahman
What’s your Reaction?
1







