◾আরিফুল হক (সংশপ্তক)
সারা ধরা ভ্রমি নীলাম্বরি তুমি
একখানিও পাইনি আমি।
ময়ূখ মাঝে তোমার সাজে
নেই আরেকখানি, নন্দিনী।
ভেতরটা প্রায় অনন্যোপায়
তুমি আসনি তাই।
অপাঙ্গ মোর শুধুই ভোর
আজি এই বাসন্তিকায়।
অস্তায়মান স্মৃতি সব তিরিক্ষি
অভিমান।
তোমায় ছাড়া করছে তাড়া
অফুরান।
অঞ্জনঘন পুঞ্জবনে অন্বেষি অজ্ঞানে
তোমারে।
কোন এক প্রহরে অদৃষ্টের পরে
পাবো কি মোর ধারে?
What’s your Reaction?
2







