কালো গোলাপ,
তড়িৎ মেঘের আদর মাখানো সন্ধ্যায়
ফুটলো আমার সহস্রাব্দি আগের মরে যাওয়া হিম আঙুলে!
এই আঙুলের তুচ্ছ দেয়াশলাই
পুড়িয়েছিলো বিশাখা ও ব্রহ্মহৃদয়ের মত নক্ষত্রদের,
এসকিমোদের তুষারিত চোখে দিশাহারা সন্ধ্যা,
চঞ্চল অরোরা আকাশ মেখে বলেছিলো
এই গোলাপের ভাজে আশ্রয় চাই,
খসে পড়া পাপড়ির নিভৃত মৃত্যুর সুখে
যেমন পাতার প্রেম মেখে জন্ম নেয় সবুজ জলপাই
তেমনি এই গোলাপ সতেজ প্রশান্তি এনেছিলো ফেরারী মনের
অনিকেত তবু দিশা পেতে ইচ্ছুক কোন এক ডানা ভাঙা ঈগলের।
জন ডেনভারের গিটার হতে নিক্ষিপ্ত ঈগল আমি,
ডানা ভেঙে সাহারার সাইমুম আর মিশরের ধুলো ঝড় হারমাটানে,
আহত হতে হতে পুনর্বার তোমার মোহময় চোখে নামি!
মৃত আঙুল জেগে ওঠে ছুতে চায় সুর প্রানের ভায়োলিনে।
Rajibur Rahman
Send private message to authorWhat’s your Reaction?
1







