দাবনলে উত্তরসূরি


রুদ্ধ কারার প্রাচীর ভাঙলো,
ছিড়লো শিকল।
অস্থির লাল অগ্নি এলো শিখায় শিখায়,
নকল আঁধার তাই যে পালায় মিথ্যা সীমায়।
“লেনিন” নামের মশালে আজ জ্বলছে জীবন
নির্যাতিতের কন্ঠ যে তাই আকাশ কাঁপায়,
বৈশাখী ঐ ঝড়ের তালে স্লোগান দিয়ে বজ্র বাজায়
ছড়াতে আগুন নির্ভীক মন হঠাৎ করেই হয় দাবানল।

ফিসফাস মন!
হুমকি ভেঙে অগ্নি আঁচেই হয় কোলাহল
শান্ত সাগর বাতাস পেলেই অশান্ত হয়,
ঘুর্নি ওঠায়,
হিম সরিয়ে বসন্ত তার ইশারাতেই গেরিলা সব ফুলকে ফোঁটায়,
দলছুট সব মেঘের দল আজ মিললো যে ঐ ঝড়ের ডাকে?
ব্যর্থ বুকের সাহস আসে আশায় আশায়
কপোত হয়ে সে ঝড়েতেই পাখার মাঝে আকাশ মাখে
নিখাদ সরল মানুষও আজ পরখ করে,
সত্যিকারের সোজা হতেই দাঁড়ায় বেঁকে
“লেনিন” নামের স্লোগানেতে আস্থা রেখে
ছড়াতে আগুন নির্ভীক মন হঠাত করেই হয় দাবানল।

গোল পৃথিবী চ্যাপ্টা করে মুঠোর চাপে বিশ্বমোড়ল
মানচিত্রের কোন সীমানায় তরল সোনা?
উত্তর সে ভালোই জানে।
তাই দ্রোন প্রপেলার আঁধার গুঁজেই শিশুর খুনে বারুদ নেভায়
পারলে তো ঐ খাবলে ধরে সূর্যটাকেই বোমার মতন ছুড়ে মেরে আঘাত হানে,
ভন্ড লোভে সমুদ্রকে নিংড়ে ধরে তিমির পেটেও ব্যবসা সে চায়।
আজ লেনিন মন্ত্রে বস করে তার মুনাফার ঐ মেডুসার সর্পচুলে
গোলাপ গোঁজার দীক্ষা নিতেই হবে যাচাই,
তাই ছড়াতে আগুন নির্ভীক মন হঠাৎ করেই হয় দাবানল।

চোগলখোর সব ভেতো বুড়ো ধানাই পানাই করছে কেবল
এই বদ্বিপের রক্ত ধারায় দূষন তারাই আনতে জানে।
নপুংসকের ধর্ষন ইচ্ছা কোন ফাঁকে যে কাটছে শরীর মাতৃভুমির
পাচ্ছো না টের সম্মহোনের “উন্নয়নে”?

কি যে দেখি! কৃষক এখন নিজেই ফসল নিজের ক্ষেতে,
রক্তচোষক হারামজাদা দে পানি দে তার শিকড়ে
শ্রমিক জীবন হচ্ছে মেসিন ক্রমাগত
তারপরোতো নিজ শরীরে জং ধরিয়ে রক্ত ওঠায় দেশের শিরে
রক্তচোষক হারামজাদা শক্তি দে তুই তার ভেতরে,
তা নইলে আসুক লেনিন
ছড়াতে আগুন নির্ভীক মন হঠাত করেই হোক দাবানল।

যোগী মেঘের ধ্যান ভাঙলেই বজ্র প্রলয় হবে সফল
তার আগে শ্বাপদরে তোর একটু খানি আয়েশ দেখি,
হা হা!
উষ্ণ কাদায় ডুবিয়ে শরীর ভালোই আছিস ভন্ড সুখি,
একি!
শ্বদন্ত তোর বড্ড বেড়েছে! কামড়ে দেবার ভান ধরেছে!
অরন্যে তোর একার দখল এই ভেবেই সুখে ভুড়ি ফুলেছে?
এবার বলি একটু খানি কান পেতে শোন
ঐ বজ্রের আওয়াজ ভীষন
কে যেন আসছেরে তোর নিয়ে মরন,
ব্যারিকেডের ভিত্তি কেপে নাচছে তাথৈ
বুলেট দিয়ে ঠেকাবি প্লাবন সাধ্য কি তোর শক্তি যতই,
খৈ ফোটানো মুখটি তোর সামালে নিয়েই পালাবি তুই,
বুঝবি যখন তোর খবরদারির অরন্যেতেই ছড়াতে আগুন
আসছে তেড়ে নির্ভীক মন লেনিন নামের সেই দাবানল।

Rajibur Rahman

Send private message to author
What’s your Reaction?
0
2
0
0
0
0
0
Share:FacebookX
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Trishan
Member
4 years ago

বেশ চমৎকার হয়েছে কবিতাটা।

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!