বুদ্ধিদীপ্ত শহর
সাইদুল হাসান
রাতের শহরে বরফের কণা জমে-
উত্তপ্ত সূর্যের আলিঙ্গন দেহ পুড়ায়।
জলীয় বাষ্প নাক-মুখ ভেদে স্বস্তির
নিঃশ্বাস আকাশেতে পাড়ি জমায়।
মেঘের ডাকে জলীয় বাষ্প কেঁদে
উঠে। চাঁদের রশ্মি মলিন বদনে
ঘুমায়। বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
রক্ত ঝরে, এ যে বুদ্ধিদীপ্ত শহর।
What’s your Reaction?
2







