~ মানুষ হবার দায়ে

ইশ্বর! ছোট মুখে বড় কথা কওয়া যায় দুইডা?
থাক! বাদে নরকের আগুনে দু’চামচ ঘি না পড়ে!

কইলে কইতাম,আমারে মধ্যবিত্তের বেতন বানাইতা,
সারা মাসের শখগুলারে বাকীর খাতায় তুইলা রাইখা,
নগদে দুই-কেজি ইলিশ কেনার লাইগা,
বেচারা বেতনের দিকে চাইয়া থাকে,আহারে!

বলতাম, দূর্বার আন্দোলন বানালেও তো হইত!
সারাদিন গলা ফাঁটাইয়া সরকারের গদি কাঁপাইয়া,
রাতে চুপচাপ বাড়ি আসে যে কিশোর,মনে শঙ্কা-
‘ বাবা জানে না-তো? জানলে বেদম প্রহার হবে!’

বানাইতে পারতা, প্রেয়সীর আকাঙ্খা খানিক-
প্রেমিক বেচারার রং-চটা প্যান্টের মায়াও যে,
প্রতিদিন নতুন কইরা অনুভব করে, বাড়তি মনে;
আর আকাশ-কুসুম চিন্তা চলে হরদম,সীমাহীন।

ইশ্বর,ফোক ফেস্টের একটা সন্ধ্যা করলে হইত না?
চোখের সুখ হইত কারো, শ্রবণ সুধা ক’জন চায়?
কপালে বড় টিপ পইড়া,কত আধুনিকা জড়ো হয়-
এইসব গিলতে,এই সন্ধ্যার আশায় থাকে ঊনপুরুষ!

দোয়া কালামও তো হইতে পারতাম এক-আধটা!
বাবার দেহ,আইসিইউতে রাইখা,সারারাইত ধইরা,
চোখের পানির সঙ্গী যে কালামখানি,তার অংশ-
আশায় সলতে জুইড়া ইন্ধন দেয় সন্তানের-নাকি?

মানুষ বানাইয়া যে ম্যানুয়াল হাতে দিলা ইশ্বর-
তার রুপান্তরে ব্যস্ত মানুষ,স্বর্গের রাস্তায় পিচ ঢালাই!
মানুষ হইছি তাই,মানুষ-শুয়োরেরবাচ্চা বইলা গালি দেয়।
মানুষ হইছি তাই,মানুষরে-শুয়োরেরবাচ্চা বইলা গালি দেই।
তাই ছোট মুখে বড় কথা কইতে ইচ্ছা জাগে
থাক,পাছে নরকের আগুনে দু’চামচ ঘি না পড়ে!

– Saajid Hasaan

Send private message to author
What’s your Reaction?
0
6
0
0
3
0
0
Share:FacebookX
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ishmam Nur
Member
4 years ago

লাইনগুলো অসাধারনঃ

“দোয়া কালামও তো হইতে পারতাম এক-আধটা!
বাবার দেহ,আইসিইউতে রাইখা,সারারাইত ধইরা,
চোখের পানির সঙ্গী যে কালামখানি,তার অংশ-
আশায় সলতে জুইড়া ইন্ধন দেয় সন্তানের-নাকি?”

1

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!