জাস্ট ফ্রেন্ড

এই মেয়েটা বলনা কেন এত্তগুলা ভালো?

এই মেয়েটা ফর্সা যে আর আমি কেন কালো?

এই মেয়েটার ফেইস ছাপা হোক বিশ টাকার ঐ নোটে

এই মেয়েটা খেলাচ্ছলে ঠোঁট ছুঁয়ে দিক ঠোঁটে

এই মেয়েটার চুল খোলা থাক বৃষ্টি ঝড়ের রাতে

বৃষ্টি এসে দিক ছুঁয়ে দিক আমার তরফ হতে

এই মেয়েটা ঝুলোক আমার নাকের সামনে মূলো

আমি তো তার ছোট্ট বেড়াল আদরলোভী হুলো

এই মেয়েটার জন্য শেষ হোক সিমের ডেটা ব্যালেন্স

আর কথাসব বলতে গিয়ে শেষ প্যাকেটের লজেন্স

এই মেয়েটা হাঁটলে পথে,পথের ধূলো ছোঁয় যে তাকে

পথের ধূলো দিই ভিজিয়ে মন যে আমার খুব হিংসুটে!

বাস্তবটা বড্ড কঠিন, অনেক চড়াই-উৎরাই

বাস্তব অসহ্য লাগে, কল্পনাতেই সুখ খুঁজি তাই।

এই মেয়েটা হাসলে পরে ধ্বস নামে যে এই শহরে

কাঁপন ধরে ভূমির দেহে,কাঁপন লাগে আমার বুকে

এই মেয়েটা ছোট্ট চড়ুই কিচিরমিচির মিষ্টি লাগে

এই মেয়েটা একলা শালিক,তাই তাকাতে ভয় যে করে!

এই মেয়েটা থাকলে কাছে জোৎস্না দেখার নেই বাসনা

এই ললনা,হাসছো কেন?জানতে সবই তাই না সোনা?

এ গল্পটা লিখছি আমি,কল্পনাতেই শেষটা জানা

লিখি না তাই তরতরিয়ে, শেষ হলে তো আর পাবোনা

সংস্কারি মন একশো নিয়ম মানতে গিয়ে খাই যে ধরা

নইলে শোনো,সেই কবেতেই তোমায়-আমায় মাততো পাড়া

দিস না সোনা, মিষ্টি হাসি চাস না যাকে তার সোহাগে

উফ সোনাগো,হাসলে যে তুই এত্তগুলা আদর লাগে!

এই মেয়ে তুই,আমার না হোস

এই হাসিটা থাকুক ঠোঁটে

অবাস্তব ঐ স্বপ্নে আসিস

মরুর বুকে জল ঝরাতে।

#জাস্ট_ফ্রেন্ড

Send private message to author
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Share:FacebookX
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!