আহাকিসুখের_ঈদ

আহাকিসুখের_ঈদ

ঈদ নিয়ে আজকের লেখাটা কৈশোর কালের ইদের স্মৃতি।
বাড়িতে ‘টি.ভি’ আসার পরের ঈদগুলো ছিলো অন্যরকম আনন্দের ঈদ..!
চাঁদ রাতে, টিভির সামনে সবাই টান টান উত্তেজনা নিয়ে বসে থাকতাম চাঁদ উঠার অপেক্ষায়।
চাঁদ উঠার সাথে সাথে যখন বেঁজে উঠতো “ও-মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ইদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শুন আসমানী তাগিদ..! “
আহারে, “পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য ছিলো, চাঁদ উঠার পর এই গান শুনতে পাওয়া..!”

তারপর শুরু হতো আমাদের মেহেদী পরা, আমাদের সময় টিউব মেহেদী ছিলো না।
মা-চাচীরা গাছের পাতা মেহদী বেটে কাঠি দিয়ে মেহেদী লাগিয়ে দিতেন।
একহাতে ফুল-পাতা থাকতো, আরেক হাতে ‘ঈদ মোবারক’ লেখা হতো।
মেহেদী তুলে সরিষার তেল মাখিয়ে, কার মেহেদীর চেয়ে কারটা বেশি লাল হয়েছে তা নিয়ে, অনেক রাত পর্যন্ত উঠোনে হইচই চলতো..।
মা-চাচীরা চালের গুড়ি দিয়ে সোয়াই বানাতেন আর গল্প করতেন..!

গোসল করে নতুন জামা পড়া দিয়ে ঈদের সকাল শুরু হতো, সেজেগুজে বড়দের সালাম করে সালামি পাওয়া, চালের গুড়ো দিয়ে তৈরি মায়ের হাতের রান্না সেমাই, আর চালের রুটি খাওয়া, পাটি বিছিয়ে দুপুরে পরিবারের সবার সাথে পোলাও কোরমা খাওয়া।
বিকেলে আশে-পাশের বান্ধবীদের নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ানো।
রাতে টিভিতে ‘আমজাদ হোসেন’ অভিনীত ঈদের বিশেষ নাটক দেখা কি-যে আনন্দের ছিলো..!
একাধারে পাঁচদিন ঈদের বিশেষ নাটক প্রচারিত হতো, আফজাল হোসেন,সুবর্ণা মোস্তফা, হুমায়ূন ফরিদি, আসাদুজ্জামান নুর, ফেরদৌসী মজুমদার, তারিক আনাম, রাইসুল ইসলাম আসাদ, নিমা রহমান অনেকের নাম তো মনেও পড়ছে না।
আহা, কি অবাক হয়ে নাটক গুলো দেখতাম..!
দুপুর তিনটা বা সাড়ে তিনটায় বিটিভি’র প্রোগ্রাম শুরু হতো, রাত বারোটায় শেষ হতো।
প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা টিভির সামনে বসে থাকতাম কারণ, আমাদের একমাত্র বিনোদন ছিলো এই চারকোনা জাদুর বাক্স..!!

তখনের ‘আফজাল-সুবর্ণা’ জুটির নাটক আমার হার্টবিট বাড়িয়ে দিতো।
কারণ, আফজাল হোসেন ছিলো আমার হার্টথ্রব, এখন হার্টথ্রবকে বলা হয় ক্রাশ..!
আসাদুজ্জামান নূরের অভিনয় ও ভরাট কন্ঠের আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে যেতাম। ‘
আসাদুজ্জামান নূরের ভরাট কন্ঠে, ‘নূরালদীনের সারাজীবন’ কবিতার গম গম করা শেষ লাইন, আজও কানে বাঁজে “জাগো বাহে কুনঠে সবায়..!”
ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন আর সাথে মনকাড়া জিংগেল শুনে প্রান ভরে যেতো।
বিজ্ঞাপনের মডেলদের কি যে সুন্দর লাগতো, সেই দিনগুলো ছিলো স্বপ্নের দিন..!
তারপর আসলো তৌকির আহমেদ, বিপাশা হায়াত, জাহিদ হাসান, শমি কায়সার, নোবেল, মৌ..!
আহারে আহারে, কি সুখের দিন ছিলো, কি সুখের ঈদ ছিলো..!!!

Anjum Ruhi

Send private message to author
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Share:FacebookX
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!