ভালোবাসার স্বরূপ

তবে কি ভালোবাসারা রঙ বদলায়?
ভালোবাসারা কি বর্ণচোরা?
অথবা ক্ষণে ক্ষণে রঙ বদলানো গিরগিটি?
নাকি চরম অভিযোজন ক্ষমতাসম্পন্ন লিভিং ফসিল?

আর যদি রঙ না বদলায়-
তবে কি চিরকাল একি থাকে?
শতবর্ষী বটগাছের মত?
একিভাবে চিরটাকাল একিরকম?

নাকি দেয়ালের রঙের মত তারাও মলিন হয়?
ঘুণে ধরা চেয়ারটার মত নড়বড় করে?
যত্নের অভাবে থাকা বাগানটার মত-
এতেও কি আগাছা জন্মে?

এ কি বাগানের গোলাপ গাছের মত?
যত্নের অভাবে যার ফুল-পাতা কুঁকড়ে যায়।
নাকি পথের পাশে পড়ে থাকা ঘাসফুলের মত?
অযত্নেও যে অনাবিল সৌন্দর্যের অধিকারী।

হয়তোবা এর সবই আছে তার মধ্যে,
হয়তো সে সর্বগুণেগুণান্বিতা,
তাই হয়তো যুগে যুগে-
একে নিয়ে এতো আলাপচারিতা।


~~ মুহম্মদ সাদিক (Muhammad Sadik)
২৭.০৫.২১

Send private message to author
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
Muhammad Sadik
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!