রিনি যখন আগুনে পুড়ছিল তখন আমি শান্ত হয়ে বসেছিলাম,বাঁচাইনি । মৃত্যুর আগে রিনি বারবার চিৎকার করে বলছিল-” আরিফ, মনে রাখিস আমি আসব।”
৮ বছর পার হয়ে গেছে। আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে। মেয়েটার চেহারা,আচরণ রিনির মতই হচ্ছে। প্রায়ই সে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আগুন দেখলেই থমকে যায় মেয়েটি।।
এক সকালের দৈনিক পত্রিকার ছোট্ট হেডলাইন – “আগুনে পুড়ে বাবার মৃত্যু রহস্যজনকভাবে মেয়ে অক্ষত । “
Omore Faruk – ওমর ফারুক
Send private message to authorWhat’s your Reaction?







অনুগল্প হিসেবে বেশ ভালো।
অনেক ধন্যবাদ , সাহস পাই !