পারিবারিক আর রক্তের সম্পর্কের ভালোবাসা স্বাভাবিকভাবে প্রত্যাশিত। বাবা-মা,পুত্র-কন্যা, ভাই-বোন, স্বামী-স্ত্রীর ভালোবাসা এগুলো একেবারেই সহজাত।
এর বাইরে আরেক ধরনের ভালোবাসা আছে যে ভালবাসার গাঁথুনী অনেক শক্ত। যে ভালোবাসা আপনার আবেগকে ছুঁয়ে যায়, অজান্তেই অশ্রুসিক্ত করে আপনার চোখ। এ ভালোবাসা কোন আত্মীয়তা বা রক্তের বাঁধনে সীমাবদ্ধ নয়। তারপর ও এ ভালোবাসা আপনাকে আবেগে আচ্ছন্ন করে। আপনি উত্তর খুঁজে বেড়ান কেন মানুষের মনের গহীনে আপনার জন্য সঞ্চিত এত ভালোবাসা। মানুষের ভালোবাসার এই প্রকাশ আপনাকে কাঁদায়, আপ্লুত করে। আপনি হয়তো কখনো বুঝতেই পারেননি আপনার অজান্তেই মানুষের মনের গভীরে আপনি একটি দেবতার আসনে আসীন ছিলেন।
কিন্তু কেন এ ভালোবাসা যা আপনাকে বারে বারে কাঁদায়?
সুদীর্ঘ এই জীবনে আপনি অনেক জায়গায় কাজ করেছেন, অনেকের সাথে মিশেছেন, অনেককে নেতৃত্ব দিয়েছেন বা অনেক উচ্চ পদ মর্যাদায় দায়িত্বে আসীন ছিলেন। দীর্ঘ এই কর্মজীবনে আপনি মানুষের হৃদয়কে কতটুকু স্পর্শ করতে পেরেছেন তা আপনি বুঝতে পারবেন আপনার জীবনের কোন কোন বিশেষ মূহুর্তে।
এমন হয়তো হলো আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপনি হয়তো জানতেই পারেননি আপনার সতীর্থ বা অধস্তনরা আপনার অজান্তেই এ সময়টায় আপনার জন্য কেঁদেছেন এবং আপনার রোগ মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। এমন ও হয়তো হয়েছে কেউ কেউ আপনার অজান্তেই আপনার রোগ মুক্তির জন্য রোজা রেখেছেন। এখানে কোনো প্রাপ্তির বিষয় নেই, নেই কোন পার্থিব হিসেব-নিকেশ। এই প্রতিদান একান্তই ভালোবাসার, আপনার প্রতি গভীর এক মমত্ববোধের।
ইতিমধ্যেই হয়তো আপনার বদলির খবর এলো বা আপনার অবসরে যাবার সময় হল। এ খবর প্রকাশ হবার পর আপনি লক্ষ্য দেখবেন আপনার চারপাশে সবার মনে কেমন যেন জানি এক শূন্যতা। সবাই আশাহত। আপনার জন্য তাদের হৃদয়ে সঞ্চিত ভালোবাসা নিজেদের অগোচরেই ইতিমধ্যে এক মহাসমুদ্রের রূপ নিয়েছে।
অনেকেই হয়তো এ সময় আপনাকে বিদায় জানাতে আসবেন। আপনি স্পষ্টতই লক্ষ্য করবেন কথা বলতে গিয়ে তাদের কন্ঠ রুদ্ধ হয়ে আসছে বারবার, চোখ দুটো ভেজা। আপনার জন্য পাহাড় সম এ অদৃশ্য ভালোবাসা যে সবার অন্তরে লুকানো ছিল তা কখনোই প্রকাশ পায়নি। এ ভালবাসায় কোন মেকি নেই। এ ভালোবাসা নিখাদ,শাশ্বত আর একেবারেই অন্তরের গহীন থেকে উৎসরিত। আর এ ভালোবাসা শুধুমাত্র আপনার জন্যেই।
একটি সত্য ঘটনা। একজন প্রিয় মানুষের বিদায়ের প্রাক্কালে কারখানার মসজিদে জোহরের নামাজের পর ইমাম সাহেব সমবেত দোয়া করলেন এই বলে যে আল্লাহ যেন তাঁদের এই প্রিয় মানুষটার বদলীর আদেশ রহিত করে দেন।
এ ভালোবাসা কোন রক্তের বাঁধনের ভালোবাসা নয়। কিন্তু এ ভালোবাসা তার ও অনেক অনেক উর্ধে। এ ভালোবাসার কথা মনে হলেই আপনার চোখ অশ্রুসিক্ত হয়। আপনি নীরবেই আবেগী হয়ে ওঠেন। আপনি কখনোই বুঝতে পারেননি যে মানুষের মনে আপনার জন্য এক এভারেস্ট সম ভালোবাসা জমা হয়ে ছিলো।
এ ভালোবাসা অন্যরকম, আসলেই অন্যরকম। এটা আপনি অর্জন করেছেন আপনার গুণেই। এ ভালোবাসা নিঃসন্দেহে আপনাকে কাঁদায়, প্রচন্ডভাবে মোহাবিষ্ট করে, আপনি আবেগ প্রবণ হন শুধু একবার নয়, শতবার, হাজার বার।
এ আসলেই এক অন্যরকম ভালোবাসা, আসলেই এক অন্যরকম অশ্রু বিসর্জন।
মোঃ আওরঙ্গজেব চৌধুরী।
Md. Aowrangazeb Chowdhury.








আপনার লিখা সবার আগে পড়ি। এটাও মনে হয় আপনার লিখার প্রতি অন্য রকম ভালবাসা।
ভালো। আপনি চট্টগ্রামের জেনে ভাললাগলো। চাকরীসুবাদে বর্তমানে আমিও চট্টগ্রামে আছি।