“আউট অফ সাইট, আউট অফ মাইন্ড” এই কথাটি বোধ করি বিশ্বের সব জায়গাতেই প্রচলিত আর বহুল ব্যবহৃত একটি বাক্য। কথাটির মধ্যে যে একেবারেই সত্যতা নেই তা কিন্তু নয়। তবে সময়ের বিবর্তনে এই কথাটির প্রায়োগিক মাত্রায় ভিন্নতা এসেছে বলে মনে হয়।
আমার খুবই প্রিয় সন্ধ্যা মুখার্জির একটি গানের শেষ লাইনটি এরকম।
“তুমি বলেছিলে
এ চোখের আড়াল
মনের আড়াল নয়”।
সন্ধ্যা মুখার্জির গানের শেষ লাইনে “সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে” প্রেমিকার প্রতি সেই প্রিয় মানুষটার “মনের আড়াল” না হবার যে প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে সেটাকে নিঃসন্দেহে এক প্রগাঢ় ভালোবাসার সাথে তুলনা করা যায়।
ভালোবাসার মানুষদের কথা বাদ দিলেও আমরা এক সময় এই আবেদনের একটি সার্বজনীন রুপ দেখেছি। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড কথাটির ব্যবহার বহু যুগ থেকে প্রচলিত থাকলেও আগে এর প্রয়োগ খুব বেশী দেখা যায়নি।
“চোখের আড়াল যে মনের আড়াল নয়” তা আমরা আমাদের শৈশব, কৈশোর এমন কি যৌবন কালে ও দেখেছি। কাছের মানুষ, প্রিয়জন, শ্রদ্ধাভাজন, শিক্ষক, সহকর্মী, পরিচিত, বন্ধুবান্ধব, স্বজন দূরে চলে গেলে ও আমরা তাদেরকে স্মরণ করেছি, মনে রেখেছি বহুদিন। ভুলে যাইনি তাঁদের সাথে আমাদের নিত্য দিনের আলাপ, আলোচনা, উঠা বসা, একসাথে থাকা আর দেখা সাক্ষাতের সময় গুলো। সময় সুযোগ পেলেই আমরা বারবার স্মরণ করেছি তাঁদের, যোগাযোগ রেখেছি সাধ্যমত, তাঁদের কথা মনে করে নস্টালজিক হয়েছি, মন ভারাক্রান্ত হয়েছে। আমাদের ভাবনায় কখনোই আসেনি আউট অফ সাইট, আউট অফ মাইন্ড এই ধারণাটি। প্রিয় জনরা দূরে চলে গেলে ও সে সময় অন্যেরা সাধ্যমত যোগাযোগ রেখেছে তাঁদের সাথে। তাঁদের সাথে কাটানো মুহূর্ত গুলোর কথা স্মরণ করছে প্রতিনিয়ত। তাঁরা চোখের আড়াল হলেও কারোই মনের আড়াল হয়নি কখনো।
দৃশ্যপট এখন অনেকটাই পাল্টেছে মনে হয়। কিছুটা ব্যতিক্রম বাদে আজকাল মনে হয় আউট অফ সাইট, প্রকৃত পক্ষেই আউট অফ মাইন্ড। এখন দেখা যায় অল্প কিছুদিন পরই দূরে চলে যাওয়া বন্ধুবান্ধব আর স্বজনদের আমরা ভুলে যেতে শুরু করি। যোগাযোগটা ধীরে ধীরে কমে আসতে থাকে আর এক পর্যায়ে এসে যোগাযোগটা একেবারে তলানীতে চলে আসে।
অপ্রিয় হলেও সত্য কিছুটা ব্যতিক্রম বাদে এটাই এখন একটি সার্বজনীন রুপ।
মোঃ আওরঙ্গজেব চৌধুরী।
Md. Aowrangazeb Chowdhury
১৭ জুলাই ২০২১।






