আমি জন্মেছিলাম, আলোর খুব সন্নিকটে
বিধাতার অপরূপ কৃপায়, আঁধারের মরীচিকাতে
ছিলাম ছায়ার অবতল দর্পণে,
এখানে নিষিদ্ধ মানবের দৃশ্যপট
কত আনন্দ মাখা মুখগুলো দিন শেষে,
মানবতার দরজা টুকে
আমি ছিলাম তোমাদের ই মাঝে, তোমাদের ই মনে,
তোমাদের ই খুব কাছে
আন্দোলনের এ লীলাখেলায়, বারবার পরাজীত আমি
বারবার বিজয়ী তারা, বারবার মোহগ্রস্ত আমি
কি লাভ এত আঁধার ঠেলে, এ জগতে এসে,
কি লাভ ক্ষনিকের ভালোবাসা নিয়ে
দৃশ্যকল্পে আমি এখনো ক্রীতদাস
ভালোবাসার মিথ্যে আশ্বাসে, প্রতিনিয়ত দেখে যাচ্ছে
দৃশ্যমান জগতের, অদৃশ্য প্রতারণা
আর, তার অপার জগত জুড়ে আলোকিত হাঁসির ছল
যেখানে সূর্য কিরন, একমনে নীলাভ সমুদ্রকে আগলে রাখে
ভালোবাসে, অমন-আয়না দেখে, কথা শুনে
কি লাভ এত দৃশ্যমান জগতে থেকে, যেখানে
না কেউ জানবে, না কেউ বুঝবে,
না কেউ শুনবে, না কেউ দেখবে,
এই ক্রীতদাসের অট্টহাসি
-সূচক
Send private message to author






