হঠাৎ করে দেখা
হঠাৎ করেই জানা
এ যেন এক ধুমকেতু
ঝড়ো অন্ধকার রাতের
আচমকা বিদ্যুৎ চমকানো।
ধীরে ধীরে
ভালো লাগার ব্যাপ্তি
অজানা এক আকর্ষণ
ক্ষণে ক্ষণে আচ্ছন্ন করে
সারাটা হৃদয়।
ইচ্ছে হয়
জীবনের না বলা গল্প
অব্যক্ত বেদনা
আর সূক্ষ্ম অপ্রাপ্তি গুলো
সব উজাড় করে
ব্যক্ত করে দিতে তাঁকে।
আবার থেকে থেকে
মনে হয়
কি এমন পরিচয়?
কতটুকুই আর জানা শোনা?
যাকে সব কিছু
এত তাড়াতাড়ি
খুলে বলা যায়।
শুরু হয়
মনের সাথে যুদ্ধ
কি বলবো
আর কি বলবো না
কতটুকু বলবো
আর কতটুকু বলবো না
এক সিদ্ধান্তহীনতা
পেয়ে বসে আমাকে।
এক সময়ে এসে
মনের সাথে
যুদ্ধ শেষ হয় আমার
ভাবি জীবনের
সব দুঃখ কষ্ট গুলো
অকপটে ব্যক্ত করি
সদ্য জানাশোনা
এই মানুষটির সাথে
চেষ্টা করি
কিছুটা সময় ভালো থাকার
ভুলে থাকি
জীবনের কষ্টগুলো।
কিন্তু হঠাৎ
কি জানি এক অজানা ঝড়ে
দ্রুত বদলে গেল সবকিছু
হারিয়ে গেল
আমার প্রিয় মানুষটি
যাকে ঘিরে
আমি স্বপ্ন বুনেছিলাম
ধীরে ধীরে যাকে
সারাটা হৃদয় জুড়ে
জায়গা করে দেবো বলে
ভেবে রেখেছিলাম।
জানিনা
কিসে এত অভিমান?
কেন হঠাৎ কিছু না বলে
চলে গেলো দূরে
দৃষ্টির অন্তরালে।
আসলেই কি চলে যাওয়া
নাকি থেকে থেকে
আবার ফিরে আসা
আমি আজো প্রতীক্ষায়
প্রিয় মানুষটি
ফিরে আসবে বলে।
মন বলছে
আবার দেখা হবে
ভুলে যাবে মান অভিমান
আবার সাগর তটে
পাশাপাশি বসে
সামনের দিগন্ত বিস্তৃত
বিশাল এক
নীল জলরাশি
আর
শুভ্র সফেদ সমুদ্র বলাকার
দিগন্ত পাড়ি দেয়ার দৃশ্য
দেখতে দেখতে
রচনা করবো
আমাদের বিশাল এক
নীল স্বপ্নীল জগত।
জুড়ে দেবো
রাজ্যের আলাপ
কত কত জমানো কথা?
এক সময়
মাথায় হাত রেখে
দুজনেই শপথ নেব
আর কোনদিন
বিচ্ছিন্ন হবো না দুজন।
এ শুধুই আমার কল্পনা
বিষন্ন হৃদয়ের
এক তৃষিত আকুতি।
সে আজ অতীত
স্মৃতি গুলো থেকে থেকে
মনকে নাড়া দেয় বারবার
অবুঝ মন
আজো খুঁজে ফিরে তাঁকে।
ভাবি আবারো হয়তো হঠাৎ
চমকে উঠবে ধুমকেতু
অন্ধকারে জ্বলে উঠবে
বিদ্যুৎ চমকানো আলো
সে আলোয় উদ্ভাসিত হবে
আমার সারাটি হৃদয়।
আমি আজো প্রতীক্ষায়
প্রিয় মানুষটির প্রতীক্ষায়
জানিনা এ প্রতীক্ষার
কখন হবে অবসান?
Md. Aowrangazeb Chowdhury
মোঃ আওরঙ্গজেব চৌধুরী।
৩০ জুলাই ২০২১।







