অজানা ভবিষ্যৎ বরাবর আমাকে আবেগী করে তুলে,
অচেনা সাগরের বুকে,
নয়তো কোনো এক অচিন আকাশে
কিছু অসমাপ্ত ভালোবাসার কাব্যকথা বারবার
লিখতে গিয়েও যেন,
সত্য হয়ে জুড়ে আসে,
নির্মম বাস্তবতার সাক্ষী হয়ে থাকা
পরবাস্তব স্বপ্নের আড়াল হতে,
আমার দর্পণে প্রতিফলিত হয়।
কিছু স্বীকারোক্তির আশায়,
কিছু মূল্যবোধ, কিছু শঙ্কা,
কিছু ভয় এসে দাঁড়িয়ে।
তোমার আর আমার মাঝে,
বাস্তব নিষ্ঠুরতা, কল্পনায় আশার আলো নিভায়,
বিধাতার করুনায়,
আমাদের অবাক বরষায়!
-সূচক
Send private message to authorWhat’s your Reaction?







