আমি সেদিন আমার হারানো অতীতের ভ্রান্ত কল্পনার ভীড়ে নিজেকে আবারও হারিয়ে ফেলেছিলাম,
তোমার হয়তো মনে নেই, আমি তখনো তোমায় প্রচণ্ড ভালোবাসতাম।
পাগলের মত! ঠিক যেমন করে তুমি বলতে, আচ্ছন্নে ঘেরা কোনো এক হঠ্যাৎ সন্ধ্যেতে,
কিছু হেয়ালী বিজলীর রাঙা রূপালী আভায়, তোমার চাঁদ মুখ যেন কালো মেঘে ঢেকে যায়।
হ্যাঁ, আমার ঠিক ই মনে আছে, সেই তোমাকে ই আমি ভালোবেসেছি,
নিশ্চুপে, নিভৃতে, আড়ালে, তুমিও তো জানতে পারলে না।
হয়তো কখনো পরিমাপ করে বলতে পারব না, আমার ভালোবাসার কেমন সাজা হবার দরকার ছিল
হয়তো বলতে পারব না, সে আমি কী সত্যি কিছু মৃত্যুর স্বপ্ন দেখেছিলাম নাকি!
কে জানে, হয়তো এই হাজারো লোক চুক্ষুর অন্তরালে বিধাতা ঠিক ই পরিলক্ষ্য করেছিলেন, আমার ব্যথার আর্তনাদ
বুঝেছেন, জেনেছেন, অনুভব করেছেন, আমার হারানো পদচ্ছাপ,
হ্যাঁ, আমি তখনো বিদ্রোহী ছিলাম,
ঠিক এখনও যেমন আছি।
হ্যাঁ, আমি তখনো প্রেমিক ছিলাম,
ঠিক এখনও যেমন আছি।
আজ ভালোবাসি এক পাগলীকে, যে অমাবস্যার নিকষ আঁধারে আমার জন্যে প্রদীপ জ্বালিয়ে বসে থাকে,
হ্যাঁ, তখনো আমি আঁধারে নিমজ্জিত ছিলাম, পথ হারানো ভ্রান্ত পথিক ছিলাম,
ঠিক যেমন মৃদু আলোর পথ ধরে তার কাছে পৌঁছেছি,
কি করব বলো!
আমি যে এখনো বিদ্রোহী আছি,
তবে নতুন করে, তার প্রেমিক হয়েছি।
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author






