শাহবাগ জুড়ে বয়ে যায় উদাসী হাওয়া
নীলক্ষেতের আধো অন্ধকারে সাজানো
বইয়ের গলিতে ঘুমিয়ে থাকা স্মৃতিগুলো
রাত্রিকালীন ভ্রমণে বেরোয়
চিরচেনা ফুটপাতে বসে বিড়ি পানের স্টল,
কবিতা ক্যাফেতে জেগে থাকে গানের দল
কাঁধ ছোঁয়া চুলগুলো
এলোমেলো হতে চায়
হাতে থাকা সিগারেট
ঠোঁটের কোণে জ্বলে যায়
ধূসর নিয়নে ভেসে ওঠে
পুরোনো গল্পের চিত্রনাট্য
বুকের ঘরে তাই বাজে
বিষাদ সুরের বাদ্য
হারিয়ে যাওয়া
মাও লেনিনের লাল বই
প্রগতি সরণীতে
কখনো কি পাওয়া গেছে?
না যায় নি
যে সাধারণ পথে অসাধারণ তোমাকে ঘিরে
রচিত হয়েছে আমার অজস্র কাব্য,
সেই তোমারই নামটি ধরে
আজ আমি একা একা ডাকবো…
-Ikramul Alam
Send private message to authorWhat’s your Reaction?






