সেদিন,
কারো কি মনে আছে?
আমি গিয়েছিলাম তার কাছে।
সে এসেছিল, আমার কাছে, আমি ছিলাম তার পাশে,
সত্যি তোমাদের কারো কি মনে আছে?
আমরা ছিলাম একে অপরের সাথে।
অথচ, সে দেয়াল আর ভাঙতে পারি নি।
তবুও আমি বেঁচে ছিলাম, তখনও।
কিছু মিথ্যের আশ্রয় নিয়ে যদি কোনো সহৃদয়ের দেখা মিলে,
জানালার পাশের গুনগুনানি
ভাঙ্গে, আমায় আবারও আপন করে, সেও কি তবে পর হবে?
-সূচক (Foisal Shahriyer)
Send private message to authorWhat’s your Reaction?
1







