আমি ঘুমের ঘোরে কিছু স্বপ্নের সন্ধান পাই,
কিছু নগ্ন সত্ত্বা এসে ধরা দেয় আমার অনিচ্ছার বেড়াজালে,
শাদা মেঘেদের ঝংকারে, কিছু বর্ষা ঝরে, কিছু পত্রপল্লবের শহরে,
মৌন নত হৃদয় হাহাকারের শেষ প্রান্তরে দাঁড়িয়ে
ব্যথিত আঁখি সে সুরে স্বপ্নের বাজে, আবারও ফিরে চলে।
তখন কিছু তস্করে ভ্রান্ত পথ ভোলানোতে,
আমি হারাতে মরিয়া, খুঁজে চলি বাস্তবতার পরবাস্ততা
কিসের মিছে মায়াজালে, ধুলো জমা প্রান্তরে,
আদ্যও কী আমি তোমাদের মাঝে ফিরে আসতে পারব?
এখনি ক্ষণিকের বর্ষণে, আমার হৃদয়ের আঙ্গিনায় অতীতের
ভিজে থাকা কথা মালা ফিরে এলো,
সেদিন তবে, আমি কি ঘুমের ঘোরে কাটিয়ে ছিলাম?
নাকি, এখনো আমি ঘুমের আড়াল হতে সকল
পরিধি অবলোকন করে যাচ্ছি? নিথর, নিষ্ঠুর ভাবে?
-সূচক (Foisal Shahriyer)
Send private message to authorWhat’s your Reaction?







