পারবেন তো?
মোটা চাউলের দাম পঞ্চাশ পার হয়ে গেছে,
চাকুরীর বয়সও ত্রিশ পার হয়ে যাইতেছে
চাল বা চাকুরী কোনটাই ছুঁইতে পারতেছি না
কেবল প্রেমিকাকে ছুঁয়ে ফেলতেছে অপরিচিতজন।
বাজার গিয়া চাল কিনি একবার
হাতের টাকা গুনি দশ বার।
টাকা বাড়ে না, বাড়ে মুল্যের তালিকা;
চাকুরী বাড়ে না, বাড়ে বয়স,
পেটের ক্ষুধা।
কী যে রাক্ষুসে হয়ে যাইতেছি দিনদিন
দুই বেলা ভাত না খেয়ে থাকতে পারি না।
সব টাকায় ভাত কিনা খাইতেছি
আর কিছু কেনার সময়ও পাইতেছি না।
মাছ-মুরগী ওয়ালা আমাকে মৃত ঘোষণা করছে
চল্লিশ দিন আগে।
বয়স বেড়ে গেছে আরো চল্লিশটা দিন
সার্টিফিকেট রোজ বেঁচতেছি বিনামূল্যে
কী যে দিন পার হইতেছে এই সময়ে এসে।
কইতেও পারতেছি না।
শুনেন, এই যে শুনেন,
মুখের ভাষা হারাইছি সেই কবে,
মনে যা চায় কইতে পারি না,
মুখের ভাতটাও কাইড়া নিয়েন না
তাইলে বুইঝেন কিন্তু
কথা মনে মনে কওন যায়
ভাত মনে মনে খাওন যায় না।
পেটে ভাত না থাকলে
এসিড জমবো, একদিন আলসার হইবো।
তখন মুখ দিয়া বের হইবো খালি আগুন আর আগুন
সইতে পারবেন তো সেই আগুন?
পারবেন তো?
– Afm Ariful Islam
Send private message to author





