◼ ইলশেগুঁড়ি
◻ আরিফুল হক (সংশপ্তক)
অপরিচিতা, অস্ফুট তুমি হৃদয় কপাটে।
কুয়াশায় মোড়ানো দিগন্তটাও ধোঁয়াটে।
কাননের ফুলটা বড্ড নাজুক, নেতানো।
বাতাসের পরে চুলের বাহার, ঢেউ খেলানো।
গাছের মাথায় পক্ষির জট বাঁধানো অনুরাগ।
আমার হৃদয় আঁধারে তুমি টিমটিমে চেরাগ।
আকাশের বুকে মেঘের দখল নিরবধি।
হৃদয়ে তোমার যাপন, হয় কি উপলব্ধি?
সদ্য উদিত রবির ধুলোয় প্রাণের কতো গড়াগড়ি।
তোমাতে আমি কতটুকু? জামায় ইলশেগুঁড়ি?
What’s your Reaction?
1
3







