ফেইসবুক। নীল সাদার ভার্চুয়াল জগৎ।এই জগতে রয়েছে বিভিন্ন ধরনের মানুষ।একেক জনের কাণ্ডকারখানা একেক রকম। এখানে একদল মানুষ রয়েছে যারা মিনিটে মিনিটে প্রোফাইল পিকচার চেঞ্জ করে। এদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না।কখনো চুলের ছবিতো কখনো নাকের আবার কখনো বা দাঁতের।মানুষ এদের ওপর বিরক্ত হয় বেশি। এদের পর আরেক দল মানুষ পাবেন যারা দুঃখের পোস্ট করেই দিন পার করে দেয়। বিভিন্ন ধরনের ছ্যাকাখরি পোস্ট আপনি এদের প্রোফাইলে দেখতে পাবেন। তারপর আসে একদল লোক যারা গালি দিতে খুব এক্সপার্ট। বিভিন্ন পোস্টে বিভিন্ন গ্রুপে কমেন্ট বক্সে এদের গালি দেখা যায়।এখানেই শেষ না আরও বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। কেউ কেউ আছে যারা স্ক্রোল করেই সারাদিন সারারাত পার করে দেয় অথবা ভিডিও দেখে। বিভিন্ন পোস্টে সবার আগে এদের লাইক কমেন্ট করতে দেখা যায়।এরা ফেইসবুক চালাতে চালাতে বিরক্ত হয়ে যায়। কিন্তু ৫ মিনিট পরেই আবার সেই নীল সাদার ভার্চুয়াল জগতেই ফিরে আসে। ফেইসবুক চালাতে চালাতে এদের হাত ব্যাথা হয়ে যায় ।কখনো কখনো মোবাইল টা ঠাস করে মুখের ওপর পড়ে যায়। কিন্তু তাও এরা ফোন চালাবে তো চালাবেই।বাড়ির মানুষের কাছে এরা সারাক্ষণ বকা খায়। এরা বাড়ির কোনো কাজ ই করে না। ভাবছেন যে এতোগুলো কথা আমি কীভাবে জানলাম? হাহাহা কারণ আমিও এই ক্যাটাগরির মানুষ।
এরপর আসি তাদের কথায় যারা সারাক্ষণ শুধু মেসেঞ্জারে পড়ে থাকে। কখনো একে মেসেজ দেয় তো কখনো ওকে। এদের ফেইসবুক ফ্রেন্ড এর অভাব নেই। কিছু কিছু মানুষ শুধু শুধু সবাইকে মেসেঞ্জারে নক করে। যাকে একটিভ দেখতে পায় তাকেই নক করে। একেক জন এতো সুন্দর করে মেয়ে পটাতে পারে। এদের কথা শুনলে মনে হয় এরা জন্মগত এই প্রতিভার অধিকারী।
তারপর আসে কিছু আবাল টাইপ লোক। এরা জন্মদিনে কে কি উইশ করলো সবগুলোর স্ক্রিনশট নিয়ে স্টোরি তে দেয়। একেক জন তো যে পরিমাণে স্টোরি তে টিকটক ভিডিও দেয় মনে হয় যে টিকটক এ্যাপ এ ঢুকে পড়েছি।কিছু লোক আছে এরা দিনে ৭-১০ টা স্টোরি দেয়। এরা খেতে বসে তখন একটা স্টোরি দেয়। পড়তে বসে তখন একটা স্টোরি দেয়।বাকিটুকু আর নাহয় না ই বললাম। আরেক ধরনের আবাল লোকের কথায় আসা যাক ।এরা যেকোনো ধরনের পোস্টে হাহা রিয়েক্ট দেয়। পোস্ট যতোই আবেগে ভরা হোক না কেন, যতোই কষ্টের হোক না কেন এদের চোখের সামনে শুধু একটাই রিয়েক্ট থাকে তা হলো হাহা রিয়েক্ট। আরও এক ধরনের লোক আছে ।এরা হলো ফটোগ্রাফার। এদের প্রোফাইলে শুধু প্রকৃতির ছবি দেখতে পাওয়া যায়। মেঘলা আকাশ, বাদলা দিন, সূর্যাস্ত, সূর্যোদয় ইত্যাদি যেকোনো অবস্থার ছবি এদের প্রোফাইলে কানায় কানায় পূর্ণ থাকে।
ফেইসবুক এ হরহামেশাই কোনো কিছু নিয়ে ট্রল চলে। কখনো হিরো আলম, কখনো শ্রাবন্তি,কখনো সাকিব আল হাসান,কখনো নাসির,তামিমা তো কখনো পরি মনি।এদের নিয়ে কিছু মানুষ মাথা ঘামাতে খুবই পছন্দ করে। বিভিন্ন নিউজে, বিভিন্ন গ্রুপে এসব মানুষের কমেন্ট দেখলে মনে হয় যে নিজের লাইফের থেকে এদের হিরো আলম আর শ্রাবন্তির লাইফেই ইন্টারেস্ট বেশি।তাছাড়া আছে কিছু কমন ডায়লগ যেমন:টুরু লাভ,ও ভাই মারো মুঝে মারো, উফ্ বুঝলাম না আরও কতো কি।এগুলো যখন চলে তখন এক ধরনের লোক কথায় কথায় এই ডায়লগ মারে।আর ফেইসবুক এ নিউজ চ্যানেল গুলোর কথা নাহয় বাদ ই দিলাম।
– Santona Borsha
Send private message to author



