নির্ঘুম রাত্রি যখন
জীবনের প্রথম শ্লোকের ইতি টানে,
ভেজা জানালার, বাঁধনহারা জ্যোৎস্না বানে
বিমুর আমি তখনো বেঁচে আছি মৃত কবিদের সমাজে
কোলাহলের দৈববাণী যখন
জীবনের দ্বিতীয় শ্লোকের অর্থ খুঁজে
শুভ্র প্রভাতের, নিষ্পাপ তীর্থ স্থানে
নিখোঁজ আমি তখনো বেঁচে আছি মৃত কবিদের সমাজে
পড়ন্ত সূর্য কিরণ যখন
জীবনের তৃতীয় শ্লোকের সন্ধান করে
মাধবীর দেব-অঙ্কে, রমণের অপূর্ণ অন্তিমক্ষনে
পূর্ণ আমি তখনো বেঁচে আছি মৃত কবিদের সমাজে
নীল প্রজাপতি যখন
জীবনের চতুর্থ শ্লোকের সমাপ্তি বলে
বর্জিত খাঁজে, শায়িত নতুন প্রাণ পাশে
মৌন আমি তখনো বেঁচে ছিলাম…
তথাকথিত, মৃত কবিদের সমাজে
– সূচক
Send private message to authorWhat’s your Reaction?
1
2







