ছেলেমেয়েদেরকে সব শিখিয়ে পড়িয়ে বড় করার থেকে এভারেস্টে ওঠা সহজ ,আবার তাও যদি হয় প্রবাসে! একে তো আছে দুই দেশের ভিন্ন সমাজ ব্যবস্থা,তার উপর যদি থাকে দুই ভাষার জগা খিচুড়ি!!
তাহলে জীবন ঝালাপালা!!
এদের মন ভরে বাংলায় বকা দিলেও লাভ নাই।বেশির ভাগ কথারই অন্য অর্থ বের করে। বলি এক!!বুঝে আরেক!!
সেদিন সারাদিন কর্মক্লান্ত হয়ে বসতে যেয়ে বসার ঘরে দেখি চারিদিক খেলনা ছড়ানো!!বসার জায়গা নাই।মেয়ে সামনে ছিলো।সব দোষ পড়ল তার ঘাড়ে!!যদিও বেচারার কোন দোষ ছিল না।এসব ছোটজনের কান্ড !
রাগে গজর গজর করতে করতে বললাম,
-আমি ছাড়া এ বাসার সবাই ‘বেকার’!!কেউ কোন কাজ করে না।
মেয়ে অবাক হয়ে বলল,
-মা আমি তো Baker.ভালো কেক bake করতে পারি।ভাইয়া আর বাবা পারে না।আমাদের বাসায় শুধু তুমি আর আমি ভালো “বেকার”!
কি বলব এবার!!বলার ভাষা মাঝে মাঝে হারিয়ে ফেলি !!!
মাঝে মাঝে এদের চিন্তা ভাবনা ,ভবিষ্যত পরিকল্পনা শুনলে মাথা ঘুরে যায়!!আমার মেয়েটা এবছর হাই স্কুল শুরু করেছে।তার সাথে আমার জীবন নিয়ে বেশ ভাবগম্ভীর আলাপ হয় আজকাল!সেদিন কথা হচ্ছিল Aim in life নিয়ে!!
সে বলল,
-মা, আজ ইংলিশ ক্লাসে মিস সবার aim in life জানতে চেয়েছে।
-সবাই কি হতে চায় তোমার বন্ধুরা ??
-কেউ ‘ইউটিউবার’ হতে চায়,কেউ সোশাল ইনফ্লুয়েনসার, কেউ ব্লগার ,আর কেউ গেম ডেভেলপার হতে চায়!!
ওরে বাবা!!খুবই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলা ছেলেমেয়েরা সব!!
আমি জিজ্ঞেস করলাম,
– তোমার aim in life কি মা?
– I haven’t decided yet Mum! But উমম্.. সিঙ্গার,হেয়ার ড্রেসার,নিউজ প্রেজেন্টার অথবা আর …আর…কি কি হওয়া যায় মা?
– অনেক কিছুই হতে পার!!
– আরেকটা খুব ভালো জব আছে মা !!আমার বন্ধু জেসিকা “Mattress tester “হবে।
– “Mattress tester “ আবার কি জিনিস??
– আসলেই তুমি কিছুই জানো না।নতুন ম্যাট্রেস বানানোর পর ৬ ঘন্টা তার উপর যারা ঘুমিয়ে দেখে যে সেটা কমফোর্টেবল কি না,তারা mattress tester।জেসিকা বলেছে অনেক টাকা স্যালারি!!
আমি দীর্ঘ নিশ্বাস ফেললাম।
ছোটবেলায় কেউ কি হতে চাও জিজ্ঞেস করলে,মাথা দুলিয়ে বলতাম,ডাক্তার হয়ে ‘চেয়ার টেবিল’ ডিসপেন্সারি দিব।’চ্যারিটেবল ‘আর চেয়ার টেবিলের পার্থক্য-ই জানতাম না।
“ম্যাট্রেস টেস্টার ” অপশন টা যদি থাকত আমাদের সময়!!
এতদিনে অনেক বড় পোস্টে থাকতাম!!
আফসোস!!!
(লেখিকা:শায়লা শারমীন
Shaila Sharmin)
Send private message to author






