আমি কখনো বাঁচতে চাই নি এমন করে
বাকির জীবন, যেন কারো কাছে আজন্ম ঋণী
আমি কখনো বাঁচতে চাই নি এমন করে
কবিতাদের গলা টিপে হত্যা করে
নিথর অলস সময় পাড়ে, দাঁড়িয়ে এক ক্ষান্ত ভোরে
আমি কখনো বাঁচতে চাই নি এমন করে
চেয়েছিলাম মুক্ত গাঙচিলের শঙ্খ নীরের আকাশ পাড়ি
একটু অজানায়, আরও একটু শান্ত বাড়ী
অনেকের মাঝে বেঁচে থাকার জয়গান
মধ্যদুপুরে ক্লান্ত হয়ে বসে থাকা এক ফোঁটা রোদ্দুরে আহ্বান
চেয়েছিলাম তোমার হাঁসির ঝলক হতে
ব্যথিত মনের আনন্দ অশ্রু হতে
মনঃমন্দিরের প্রতিমার নিত্য ভক্ত হতে
আমি চেয়েছিলাম দ্বিতীয় নজরুল হতে
বিদ্রোহে তোমার প্রস্থানের প্রতিবাদ করতে
ব্যথার বিষের বাঁশরি বাজাতে, তোমার অচেনা পথের
নিথুয়া গন্ধ বেঁধে রাখতে
ওরা কখনো আমাকে এমন হতে দেয় নি
বানিয়েছে একদল কাপুরুষের দাস
বানিয়েছে আমাকে আমার নিম্নগামী অধঃপতন
বানিয়েছে তোমার অযোগ্য এক পাপী ভক্ত
বানিয়েছে অলস সর্বহারা বামন
এমনটা আমি কখনো হতে চাই নি
এমনটা এখন আর কখনো আর বানাতে পারবে না
না পারবে, আমাকে তোমার ভালোবাসা এনে দিতে
না পারবে, তোমার চলার পথের ছায়াপথ হতে
পরিত্যাগ করলাম, আজ সে পথ
তোমাকে আবার ভালোবাসব বলে,
কোনোদিনও তোমাকে পাবো না জানি, তবু যদি
অমন পোড়াকপালী কখনো জোটে
তখন এই নজরুলকে যেন কাপুরুষেরা না রুখতে পারে
না পারে আটকাতে, আমাকে আমার সেই আমি হতে
-সূচক
Send private message to author






