জীবনটা আজ বড় একা, শুধু তোমার ছায়াপথে দিশেহারা,
নিশ্চুপ সূর্যকে ঢেকে, জোনাকীর আলোয় এক মুঠু সান্তনা।
নীল রঙ হাতে, ছবি আঁকি আমি, তোমার আমার দৃশ্য যেখানে বন্দী!
আঁধার-আলোয় কষ্টটা আজ, খই হারা এক ফালি চাঁদের যেন সঙ্গী।
সময় টেবিলে কালি ছাড়া পেন্সিলে, কীবোর্ডে রাখা ক্লান্ত হাতে তুমি যেন থাকও আজ আমার পাশে
ধুলো জমা সংগ্রামটা, আজ যেন মুক্তি দিতে হবে,
অবাক ইশারায় আমি কেন কারাবন্দি!
এক গুচ্ছ তাজা গোলাপের নিচে, খামে রাখা পুরনো চিঠিটা,
আমার ভালবাসা প্রজাপতির ডানায় উড়ে তোমার ঠিকানায় যাবে,
জানালা খুলে, পর্দার আড়ালে, অনুভূতিগুলো কি নেবে?
কি দেব তোমায়, ভালবাসা ছাড়া, অভিনয় যে আর পারছি না,
কবিতার বইয়ে, সবুজ ঘাসের মাঝে, অবাক চাঁদটা আজ একা,
হবে নাকি তবে, একলা তৃষ্ণার্ত পথিকের সে নদী!
-সূচক
Send private message to author






