সমাপ্তি?
সেটা কী? কোনো রমণীর পিছু ফিরে তাকানো হাঁসি?
নাকি কোনো অবুঝ বালকের ক্রন্দন রত কোনো
খেলনা গাড়ি?
আসলে সেটা কী?
যার কখনো তৃষ্ণা মেটে না, যা কখনো পূরণ হয় না
মানব জন্মের স্বাদ আহ্লাদ উপেক্ষা করে,
নব অর্থবহ জীবনের অভিলাষ,
ঠিক সেটাই কী সমাপ্তি?
না, প্রিয়তমার মুখের থেকে যাওয়ার অরণ্যের-রোদন?
হাজারো শঙ্কার ভিড়ে,
হাজারো মায়াকান্নার ভিড়ে,
হাজারো মিথ্যে আশ্বাসে থেকে যাওয়া কোনো দীর্ঘ নিঃশ্বাস!
সমাপ্তি? তুমি কী?
একটিবারের জন্যে এসে আমায় বলে দাও!
হেসে বেদনার মেঘ উড়াই,
নয়তো কেঁদে আনন্দ উল্লাস করি।
তোমার শেষ দেখতে চেয়েছি, আজন্ম,
তবুও তোমার দেখা পাই নি,
আমার সমাপ্তি!
-সূচক
Send private message to authorWhat’s your Reaction?







