আজ স্মৃতির অনেক ফেলে আসা সময়ের পড়ে,
মনের অব্যক্ত অনুভূতি তোমার জন্য সাজিয়ে বসে আছি।
কত অভিনয়, কত বিষন্নময়তা,
আমার ফেলে আসা স্মৃতির পানে,
ক্রমাগত কাঁদতে থাকে।
তোমায় ভুলে যাওয়ার শত চেষ্টায়, ব্যর্থ আমি।
তোমার পথের পানে তাকিয়ে থাকি,
সেই চির চেনা হাসির অপেক্ষায়।
সর্বদাই মনের মাঝে সেই দুরন্তপনা চলতে থাকে,
তোমাকে পাবার আকাঙ্ক্ষা থেকে যায়।
তোমায় কাছে টেনে নেবার স্বপ্নে বিভোর হয়ে থাকি,
দিবালোকের মাঝে কল্পনার জগতে ক্ষণিকের জন্য হারিয়ে যাই।
এক বুক রক্তাত ভালবাসা আঁকড়ে ধরে
তোমায় সমর্পণ করার আসায় আজও বসে আছি,
এই আমি।
-সূচক
Send private message to authorWhat’s your Reaction?
2







