আমি অগ্নিঝরা এক সন্ধ্যেতে এসে তোমার আঁখির পলকে,
ভেসে আসা বাস্ততার মলিন শুষ্ক জলকণা মুছে দেব,
সেদিন কী তবে, নিবে? আমার হৃদয়ের গহীন অরণ্যে
তোমার জন্যে লুকোনো স্বপ্নের পত্রখানি?
নাকি কী এবারও, আধার ভেঙ্গে আমার ঘোর কাটাবে?
অজানা, হ্যাঁ তোমার অন্তরের রূপালী ছোঁয়া বরাবরেই আমার অচেনা
তবে সেদিন, সত্যি কিন্তু পথের ক্লান্তি বলি দিয়ে, তোমার উঠুনে এসেছিলাম,
দাঁড়িয়ে দেখেছি, অপার দৃশ্যলোক,
কেমন করে, মিথ্যের বেসাতিতে জোনাকিরা কাটা পরে।
একদিন তোমারও হয়তো ঘোর কাটবে,
তাকিয়ে দেখতে পাবে, স্মৃতিদের হাতছানি,
কাতর সম্ভাবনা হয়তো সেদিনও আজন্মের বাঁধায় আটকে রবে,
আমায় কী সেদিন ফিরে পাবে?
নাকি, আমিও তখন মুখ লুকিয়ে, ব্যর্থতার পরাজয় মাথা পেতে নিব?
পদ্যের অন্তরালে হয়তো শেষ নিশ্বাস তোমার যাবে,
তবে, কেন, সারা জীবন এমন স্বপ্নের মোহ নিয়ে, আমায় হারালে?
-সূচক (Foisal shahriyer)
Send private message to author






