আমি আজন্ম মায়াবাদী বেড়াজালে বন্ধি থেকে, পরাধীনতার ধোঁকাকে বরণ করে নিয়েছি,
সকল ব্যর্থতা ছাপিয়ে যেখানে সে সবুজের সমারোহও একদিন ধ্বংসের শেষ দেখে,
তার আঁচলে লুকিয়ে আমি আমার পূর্ব সত্ত্বার মরে যাওয়া দেখেছি।
হ্যাঁ, আমি পরাধীন ছিলাম, কিছু অব্যক্ত কথামালার, কিছু অস্পষ্ট চিন্তা-চেতনার মাঝে,
কোনো সুযোগ্য অবয়বকে জন্মাতে দেই নি,
দেই নি কিছু মানবতার মাঝে থেকে, ভেসে আসুক, আমার অন্তরে জন্মে থাকুক কিছু গল্পের
নব যুগের সমাহার।
আমি আমার কাছে সেদিনও তো বন্ধি ই ছিলাম।
আজ?
আজ কী তবে শিকল ভেঙ্গে সম্মুখের দিকে অগ্রসর হতে পেড়েছি?
পেড়েছি, প্রেমিকার দুঃখ ভুলে নব উদ্যমে কোনো পোড়ামুখিকে নিজের মত করে ভালবাসতে?
সময়ের অপেক্ষা তো অনেক করলাম,
দিলাম হাজারো মিথ্যে কথা, তবে কাকে এসকল দিয়েছি শেষমেষ?
কে ই বা এখন আমার পাশে আছে?
হয়তো ঈশ্বর এখনো ই পরাজীত বান্দার পাশে আছেন,
নইলে তো কবেই সকল মায়া কাটিয়ে সকল কিছু শেষ করে, নিজকে ধ্বসে দিতাম।
ঈশ্বরের উপরে ভরসার জন্যেই হয়তো, এখনো এই নিশ্বাস আছে, এই স্বপ্নগুলো বেঁচে আছে,
আছে কিছু সম্মুখে যাবার প্রেরণা।
জানি না, কাল কি হবে,
তবে, এ জীবন যে আর বেশি নেই তার ডাক পাচ্ছি,
স্বপ্নেরা হয়তো তাই মাথা চারা দিয়ে এবার উঠেছে,
জয় এবার তাদের হবেই হবে!
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author






