আজকাল চারিদিকে যা সব হচ্ছে দেখে প্রায়শই ভয় লাগে। জীবনের বাস্তবতাগুলো বড্ড বেশি তেতো লাগে। বৃদ্ধাশ্রম নিয়ে আজকাল বিভিন্ন লেখা উঠে আসে। আমি মাঝে মধ্যে ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে থাকি। আমার বড্ড অস্থির লাগে। এদের জন্য সেই কবে থেকে করে যাচ্ছি! নিজের সাদ...


Recent Comments