এক দুপুরের আলো ম্লান হয়ে আসছে। চারপাশ এখন অনেকটাই নিরব। মধ্যাহ্নের এই সময়টায় পুরো পৃথিবী যেন হঠাৎ করেই বেশ শান্ত হয়ে পড়ে। রাস্তার দুপাশের ব্যাস্ত দোকানদারেরা তাদের দোকানের ঝাপ বন্ধ করে মধ্যাহ্ন ভোজে চলে যায়। চাকরিজীবীরা ...
“আহা, খেতে বসেছ এখন। ওসব কথা নাহয় পরে বলবে। এখন চুপচাপ খেয়ে নাও তো।” ডালের বাটিটা স্বামীর দিকে এগিয়ে দিয়ে বললেন খাদিজা বেগম।মনসুর সাহেব খাওয়া থামিয়ে তাকালেন সেদিকে। গম্ভীর গলায় বললেন, “শুনো রিমির মা, ঐসব ফালতু কথা বলে আমাকে নয় ছয় বুঝ দিতে আসিওনা।...
“অবস্থাটা দেখেন একবার। ঈদের চারদিন পার হয়ে গেছে এখনও পোলাপাইনের ঈদ শেষ হয়না। তাগো ফুর্তি দেখে আমি বাঁচিনা।” কথাটা যাদেরকে উদ্দেশ্য করে বলা হল সেই খোলা ট্রাকটা বাজারের সামনে এসে খানিকটা গতি কমিয়ে দিয়েছে। ট্রাক ভর্তি ছেলে মেয়ে হইচই করছে।...
“সিরিয়াসলি দোস্ত, সাদিয়া তোরে শেষ পর্যন্ত ন্যুড পাঠাইছে তাইলে?”“পাঠাবেনা মানে?” আত্মবিশ্বাসের সাথে বলে সায়েম। “আমি হইতাছি কলেজের ছাত্র সংগঠনের নিবেদিত প্রাণ নেতা। বড়ভাইয়েরা আমার কাজে কর্মে এতটাই খুশি যে ঐদিন আমারে ডাক দিয়া কইছে পরের বছর নাকি...
এক বাদল ভাই তার দোকানের ঝাপ টা বন্ধ করে বললেন, “আপনেরা কি বইবেন আরও? নাইলে আমি বেঞ্চি কয়টা দোকানের ভিতরে ঢুকায় রাখতাছি।” “এক্ষুনি বন্ধ করে ফেলবেন নাকি ভাই?” জিজ্ঞেস করল রাতুল। “হো ভাইজান, শইলডা ভালা না। দুইদিন ধইরা জ্বর। বাড়ি গিয়া এহন একটা ঘুম...


Recent Comments