◾আরিফুল হক (সংশপ্তক) কে তুমি ? ঐ শ্যামল কালো লজ্জাবতী মেয়েটা? নাকি রবির আভা মলিন করা আলোকছটা? যে কিনা চোখে কাজল দিতো কালো হওয়া সত্ত্বেও। তাতে কি তার শ্যামল সুন্দর কমেছে কি কভুও? তুমি কি সেই, যে কিনা আকাশে মেঘ হয়ে ছুটছিলো। হয়তো না, হয়তো রাতের পেচাঁ...
◾আরিফুল হক (সংশপ্তক) সারা ধরা ভ্রমি নীলাম্বরি তুমি একখানিও পাইনি আমি। ময়ূখ মাঝে তোমার সাজে নেই আরেকখানি, নন্দিনী। ভেতরটা প্রায় অনন্যোপায় তুমি আসনি তাই। অপাঙ্গ মোর শুধুই ভোর আজি এই বাসন্তিকায়। অস্তায়মান স্মৃতি সব তিরিক্ষি অভিমান। তোমায় ছাড়া করছে তাড়া...
— আরিফুল হক (সংশপ্তক) বসে আছি আনমনে একেলা। দেখছি বিশাল শূন্য আকাশ। মনটাও লাগছে শূন্য—হতাশ। উড়ছে পাখি বাতাসের তালে। যেন খেলছে অদ্ভুত মায়ার জালে। চোখটা কেমন পাকিয়ে যাচ্ছে। ঘুম হয়নি রাতে, সব কেমন রাঙাচ্ছে। হয় স্বপনে প্রেয়সী এসেছিলো। নয় বাজে দুশ্চিন্তা...





Recent Comments