কবিতা’দের মৃত্যু হয়েছে,স্পষ্ট শব্দগুলো হারিয়ে গেছে; গতিমান ধারায় কবির ভাষা টুকরো শব্দে আটকে আছে।রংধনু সকাল, রুদ্রতাপ দুপুর, গ্লানিমুগ্ধ বিকেল তুমি তুমি শব্দের মাঝে বাধা পরে থমকে গেছে আমার কবিতার লাইন। রাত বিরাতে কবিতার আত্মারা জেগে ওঠে,ঘুরে...
শিল্পীর আঁকা প্রেমের ছোঁয়াতে মায়াঅকল্পনীয় সুখের আদোলে মায়া,কল্পনীয় অনুভুতিতে প্রেমের দোল,অসুখে – মরে যাওয়া সুখদূরের সুরে ছন্নছাড়াঘর হারা এক পথিকের সুর। মায়ায় প্রেম ছিলো নাহসুখের অনুভুতি ছিলো নাহ,ছিলো নাহ অসুখে প্রশান্তিছিলো কিছু যত্নের...
তাদের একটা ভোর হবে,অন্ধকার কেটে যাবে নিঃসন্দেহে,ঘোলাটে আকাশের প্রথম সূর্যের কিরণেচোখ খুললেই সজীব আকাশ। দিক – প্রান্ত থেকে ছুঁটবে আলোর রশ্মি,অজান্তে পাশে হাত চলে যাবে।অবাক আলোয় ফিরে তাকাবে হাতে,সে কি !! প্রিয় সত্য হাতটা কোথায়?? জানালার গ্রীল...


Recent Comments