তখন শৈশব ;আমার খালি পা মেঠোপথের শুকনো ধুলায় সাদা হয়ে থাকত।সকাল,সন্ধ্যা -দুপুর এসব যেন আমার কাছে সবই সমান!বাড়ির আশপাশের মাঠ, খাল-বিল আর ক্ষেত জুড়ে ছড়িয়ে আছে আমার হারিয়ে যাওয়া পদচিহ্ন। দিক হারানো পথের কতন মালা।পথে লুটে থাকা শুকনো পাতারা হতো আমার খেলার...


Recent Comments