এখনও সন্ধ্যা গড়ায়নি। তবে বিস্তৃত আকাশপটে খণ্ডে খণ্ডে বাসা বেঁধেছে ধোঁয়া ধোঁয়া মেঘরাজ।চারপাশে ছেয়ে আছে হু হু করা অন্ধকারে। আমাদের ছায়লা দেওয়া রান্নাঘরে পিঁড়িতে বসে মা রান্না করছেন। ফুঁক ফুঁক করে যতই জ্বালানিতে আঁচ দিতে চেষ্টা করছেন তিনি, কিন্তু পূর্ব...


Recent Comments