সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে,যেন অনেকদিন পর আকাশের বিশাল হৃদয়ে কেউ আঘাত করায় তার মন খারাপ। জোড়কাঁটা প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটাকে এই মেঘলা আবহাওয়ায় আরো বেশি মুমূর্ষু দেখাচ্ছে। স্কুলের কোনো কোনো কক্ষ থেকে ভেসে আসছে সমস্বরে দুইয়ের ঘরের নামতা...
আজকের সন্ধ্যেটা যেন অন্যসব দিনের থেকেও তাড়াতাড়ি গ্রাস করলো পাহাড়টাকে। কনকনে শীতটাও কুয়াশাস্নাত অন্ধকারকে জড়িয়ে ধরলো আষ্টেপৃষ্ঠে। জানলা দিয়ে বাইরে চোখ রাখলেই পশ্চিমের লাল আকাশটা যেন হাতছানি দিয়ে ডাকে।সারি সারি মেঘে ঢাকা পাহাড়গুলোকে হঠাৎ করে দেখলে...
গ্রানাইটের বড় পাথরটার ওপর বসে আকাশ দেখছিল সায়ান। লালচে কালো রঙের এরকম আকাশ দেখলে যে কারোরই মন খারাপ হবে।কিন্তু সায়ানের বিন্দুমাত্রও মন খারাপ হয় না।কারণ,তার হৃদয়ে মন খারাপ হবার অনুভূতির যে ছিটেফোঁটাও অবশিষ্ট ছিল একসময়,তা গত দশ বছরে কোথায় যেন হারিয়ে...





Recent Comments