এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও আমি ভালোবাসি। ভাঙা নিয়নের মত জানালার কার্ণিশ থেকে খসে যাচ্ছে ব্যক্তিগত রাত।ভোররাত চিড়ে গেছে ঝড়ের বাতাসে,চোখের উঠোনধুলো চুপচাপ ভিজে গেছে বৃষ্টির জলে। ছোঁবো বলে আঙুল বাড়িয়ে দিয়ে শূন্যতা এঁকে রাখি বুক খোলা ভোরে। কাক...
প্রসেনজিৎ রায়
শব্দ নিয়েই বাঁচি।
প্রকাশিত গ্রন্থসমূহঃ বিকেল কিনে রাখি (কাব্যগ্রন্থ, ২০১৭), কেভ অব ডেথ (কাব্যগ্রন্থ, ২০১৯) তুমি, এবং কয়েকটা মেয়াদোত্তীর্ণ শব্দআফিম (কাব্যগ্রন্থ, ২০২০), খেরোখাতা (গল্পগ্রন্থ, ২০২১)
Recent Comments