আমি আছি দারুন জ্বালায়। আমার বউ ভীষন ভুলো মনা। এই মাত্র বলে একটা একটু পরেই জিজ্ঞেস করলে বলে আরেকটা। এই ভুলে যাওয়া নিয়ে যে কি দিগদারিতে আছি, তা আর বলতে! এইতো সেদিন বাহিরে যাচ্ছিলাম। একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলো, সব্জি, সদাই, মাছ, মাংস মিলিয়ে গোটা বিশেক...
বাসর রাতে সবাই কত কিছু করে আর আমি? কি ভেবেছিলাম আর কি করছি? রুমের মধ্যে ইনডাকশন চুলায় চা বানাচ্ছি জামাই এর জন্য। তাও এটা নিয়ে ঘন্টা তিনেকের মধ্যে সপ্তমবার। তার চায়ের নেশা খুব। আর টেনশন হলে নাকি নেশাও চড়ে যায় বহুগুণে। সবাই মিলে ঘরে ঢুকিয়ে দেবার পর...



Recent Comments