Avatar photo

Ruhi Nasrullah

'ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম?
লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝ’রে যায় –
হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না।
এ আমার অভিজ্ঞতা।'

প্রতিজ্ঞা

১.মহাধুমধামে সুরঞ্জনার বিয়ে হয়ে গেল।আমার প্রিয়তমা সুরঞ্জনা।আমি এক চাকরিহীন মানুষ,এবং এক নিরীহ প্রেমিক।নিরীহ প্রেমিকরা অপদার্থ হয়।মুখে ভালোবাসার বুলি ফোটানো ছাড়া তাদের সম্ভবত আর কিছুই করার থাকে না।স্বাভাবিক ভাবেই আমি কাপুরুষতার পরিচয়...

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!