টঙয়ের এই দোকানটায় বসে নীল প্রায় প্রতিদিনই লক্ষ্য করে মেয়েটাকে। মেয়েটা কখনো অন্য সব মেয়েদের সাথে দল বেঁধে যায়, আবার কখনো সাথে থাকে মাত্র দুই একজন তারই সমবয়সীর মেয়ে। কখনো কখনো আবার সাথে কেউই থাকে না। মাথা নিচু করে একা একাই হেঁটে যায়। নীল এক দৃষ্টিতে...
“আচ্ছা দিপু দা, এই যে তোমাকে সবাই পাগল বলে তোমার শুনতে খারাপ লাগে না? “.দিনুর প্রশ্নটা শুনে একটু হাসে দিপু। তারপর কানের ভাঁজে রাখা আধপোড়া বিড়িটা হাতে নিয়ে বুক পকেট থেকে দুইটা দেশলাইয়ের কাঠি বের করে একটার সাথে আরেকটা ঘষতে থাকে এক মনে।...
বিচ্ছেদের এতোদিন পর অনুকে দেখে খানিকটা দমেই গেলাম। আমার পক্ষে সঠিক হিসেব করা মুশকিল, কারণ দিন মাস কিংবা বছরের হিসেব আমি খুব একটা রাখতে পারি না। তবুও অনুর সাথে শেষ বার কথা হয়েছিলো আন্দাজ বছর তিনেক আগে, ওর বিয়ের দিন। একটা অপরিচিত নাম্বার থেকেই এসেছিলো...




Recent Comments