ফেইসবুক। নীল সাদার ভার্চুয়াল জগৎ।এই জগতে রয়েছে বিভিন্ন ধরনের মানুষ।একেক জনের কাণ্ডকারখানা একেক রকম। এখানে একদল মানুষ রয়েছে যারা মিনিটে মিনিটে প্রোফাইল পিকচার চেঞ্জ করে। এদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না।কখনো চুলের ছবিতো কখনো নাকের আবার কখনো বা...
বাড়িটা টিনের চালা। একটা ছোট্ট বারান্দা। আর সাথে একটা ছোট্ট আঙিনা। বাড়ির পেছনে তিনটা মেহগনি গাছ। মেইন গেটের পাশেই ছোট্ট একটা কাঁঠাল গাছ। তার পাশেই আরেকটা বন কাঁঠালের গাছ। গ্রীষ্মের প্রচন্ড রোদে ঘরে থাকা দায়। ফ্যান চালালেই টিনের তাপ টা যেন নিচে চলে...




Recent Comments