শেষ যেইবার আমাদের কথা হইলো তুমি তখন ইন্ডিয়া ট্যুরে। আমি নিজেরে খোঁজার চেষ্টা করতেছিলাম। বিশ্বাস করো আমি যতো নিজেরে ধরতে চাইতেছিলাম ততো আমি আরো বেশি দূরে হারায় যাইতেছিলাম রায়হান। সেইবারের কিছুদিন আগে তুমি সাজেক ট্যুর প্ল্যান করছো। যাওয়ার আগের দিনও...
মাহা, মহিউদ্দিন সাহেব এবং শেহনাজ বেগমের একমাত্র মেয়ে। ভীষণ নির্লিপ্ত, চটপটে বেখেয়ালি সরল স্বভাবের মেয়ে মাহা। মাঝে মাঝে মাহার নিজেকে তার মায়ের মতোন মনে হয় স্বভাবের দিক থেকে। যদিও মাহার চেহারার গঠন শেহনাজ বেগমের মত একদমই নয়। মাহার মাঝে মাঝে মনে হয় এই...


Recent Comments